বেরোবির শূন্য ২৯২ আসনে ভর্তির সাক্ষাৎকার আজ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ২৯২টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে আজ রোববার (৫ ফেব্রুয়ারি) ভর্তি নেওয়া হবে। ভর্তি কমিটির সদস্য-সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব, সমাজবিজ্ঞান, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোকপ্রশাসন, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্, গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে আসন শূন্য রয়েছে।
ইউনিট- এ ১৫৪২ হতে ৫০০০ পর্যন্ত, ইউনিট-বি ৯৪৮ হতে ১৫০০ পর্যন্ত এবং ইউনিট-সি ৯২৬ হতে ১৫০০ পর্যন্ত মেধাক্রমধারীদের ডাকা হয়েছে। আজ রোববার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার চলবে। ভর্তির হতে হবে সংশ্লিষ্ট অনুষদের কার্যালয়ে।
শূণ্য আসনের বিপরীতে বিষয়বরাদ্দসহ তালিকা প্রকাশ করা হবে আজই বিকেল ৫টায়। ভর্তি হতে হবে আগামীকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত।
সাক্ষাৎকারের সময় নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে:
১. জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি (কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত)
২. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র।
ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
১. জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের একটি ফটোকপি (কক্ষ পরিদর্শকের স্বাক্ষরিত);
২. এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষা পাশের মূলনম্বরপত্র এবং প্রতিটির একটি করে ফটোকপি;
৩. এইচ.এস.সি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের একটি ফটোকপি;
৪. দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং
৫. বিভাগীয় অফিস থেকে ভর্তি ফরমের হার্ডকপি সংগ্রহ করে পুরণপূর্বক মূলকপিসহ একটি ফটোকপি জমা দিতে হবে।