০৬ জানুয়ারি ২০২৩, ১৫:০৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু ৮ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে একযোগে শুরু হয়ে এ পরীক্ষা আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে। মোট ১৯৩৫ টি কলেজের ৭০২ টি কেন্দ্রে প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থী ১ম বর্ষের পরীক্ষায় অংশ নেবে। শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত এ পরীক্ষা শুরুর সময় বেলা ১:০০ টা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।