শাবিতে সোশ্যাল ওয়ার্কের আন্তর্জাতিক কনফারেন্স কাল
শাহজালাল বিজ্ঞান ও প্র্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সমাজকর্ম বিভাগ দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘আন্তর্জাতিক কনফারেন্স অন সোশ্যাল ওয়ার্ক এ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট।’ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এর উদ্বোধন করা হবে।
তিন দিনব্যাপি আয়োজিত এ কনফারেন্স আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কনফারেন্সের কনভেনর সমাজকর্ম বিভাগের প্র্রফেসর আ.ক.ম. মাহবুবুজ্জামান। এছাড়াও কনফারেন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের প্র্রফেসর মুহ. মিজানুর রহমান।
মঙ্গলবার ( ৩ জানুয়ারি) দুপুর বেলা শাহজালাল বিশ্ববিদ্যালয় প্র্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনকালে এসব তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক কনফারেন্সের কনভেনর প্র্রফেসর আ.ক.ম. মাহবুবুজ্জামান।
আরও পড়ুন: বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীর হারে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
এসময় তিনি জানান, কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইরান, নেপাল, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ মোট ১৪ টি দেশের প্র্রায় ২৫০ জনের অংশগ্রহণে মোট ১৬৬টি আর্টিকেল উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্র্রাপ্ত ভাইস চ্যান্সেলর ড. মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে শাবির সোশ্যাল সায়েন্সেস ফ্যাকাল্টির ডিন প্র্রফেসর ড. দিলারা রহমান বক্তব্য প্র্রদান করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং সমাপনী অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্র্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন উপস্থিত থাকবেন।
এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের মেট্রোপলিটান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্র্রফেসর ড. মো. জহিরুল হক। বিদেশি অতিথিদের মধ্যে যুক্তরাষ্ট্রের মনমাউথ ইউনির্ভাসিটির প্র্রফেসর ড. গোলাম মোহাম্মদ মাতবর, ভারতে মুম্বাই ক্যাম্পাসের একাডেমিক অ্যাফেয়ার্স টাটা ইন্সটিউট অব সোশ্যাল সায়েন্সেস এর ডিন প্র্রফেসর পি কে শাহজাহান, মালয়েশিয়ার ইউনির্ভাসিটি সেইনস এর স্কুল সোশ্যাল সায়েন্সেস এর সমাজকর্ম বিভাগের প্র্রফেসর ড. আদি ফাহরুদিন বক্তব্য প্রদান করবেন।
কনফারেন্সে মোট ৪টি ‘কী নোট অধিবেশন’ অফলাইনের পাশাপাশি অনলাইনেও অনুষ্ঠিত হবে। ‘কী নোট স্পিকার’ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্র্রফেসর ড. মো. আবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্র্রফেসর ড. মো. রবিউল ইসলাম বক্তব্য রাখবেন। এছাড়াও বিদেশী ১০ জন প্র্রফেসর বক্তব্য রাখবেন।
উইশ কয়েন, ইউজিসি, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ইবনে সিনা হসপিটাল, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, নর্থ ঈস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক, ইসলামী ব্যাংক, গাজীপুর মেট্রোপলিটন স্কুল, ইএসডিও, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, প্রধান ইনটেরর হোমস এবং মোটর করপোরেশনের সার্বিক পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো এ সম্মেলন আয়োজন করা হবে।