খুবির চূড়ান্ত ভর্তি আজ থেকে, ফি সর্বোচ্চ ১৭ হাজার টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:১২ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:১২ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জিএসটি গুচ্ছভর্তি পদ্ধতিতে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম থেকে ষষ্ঠ ডাক পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে যে সব শিক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তি হয়েছেন, তাদেরকে আজে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবারের (২৯ ডিসেম্বর) মধ্যে সশরীরে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে (২০২১-২২ শিক্ষাবর্ষে) শিক্ষার্থী ভর্তির জন্য স্কুলভিত্তিক অর্থ লাগবে ১২ হাজার থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত। স্কুলগুলো হলো, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা, জীব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, চারুকলা, আইন ও শিক্ষা।
আরো পড়ুন: কর্মচারীকে লাঞ্ছিত করে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
উল্লেখ্য, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আওতাধীন শুধুমাত্র স্থাপত্য ডিসিপ্লিনে (৫ বছর মেয়াদী কোর্সের জন্য) বিশ্ববিদ্যাল চার্জ ৫ হাজার ৮০ টাকার সঙ্গে ২০০ টাকা যোগ হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির ছকে উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের চার্জ ৫ হাজার ৮০ টাকা প্রাথমিকভাবে ভর্তির সময় শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত ৫ হাজার টাকা থেকে সমন্বয় করা হবে। এছাড়া হল চার্জ ও স্কুল চার্জ চূড়ান্ত ভর্তির সময় এবং ডিসিপ্লিন চার্জ ক্লাস শুরুর প্রাক্কালে রেজিস্ট্রেশনের সময় প্রদান করতে হবে।
জিএসটি গুচ্ছভর্তি পদ্ধতিতে সপ্তমম বার ভর্তির জন্য যে সব উত্তীর্ন শিক্ষার্থী ও কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডাকা হবে তাদেরকে আগামী ২৬ ডিসেম্বর এবং অষ্টম বার ভর্তির জন্য যে সব উত্তীর্ণ শিক্ষার্থী ও কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডাকা হবে তাদেরকে আগামী ৩০ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ছক অনুযায়ী ফিসসহ প্রয়োজনীয় কাগজপত্র সমূহ জমাপ্রদান করত: ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে শুধুমাত্র ডিসিপ্লিন চার্জ ক্লাস শুরুর প্রাক্কালে রেজিস্ট্রেশনের সময় প্রদান করতে হবে।