৫ দিন বন্ধ থাকবে নজরুল বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শীতকালীন অবকাশ শুরু হচ্ছে আজ রবিবার (২৫ ডিসেম্বর) থেকে। চলবে আগামী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত। মোট এ পাঁচ দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. ম. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।
আরও পড়ুন: র্যাগিংয়ের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বহিষ্কার
শীতকালীন অবকাশ ২৯ ডিসেম্বর পর্যন্ত হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি মাসুম হাওলাদার জানান, হলে অনেক শিক্ষার্থী আছেন, যারা শীতকালীন অবকাশে বাড়িতে যাবেন না; অনেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাছাড়া অনেকেই টিউশনির সাথে যুক্ত। তারা যেন কোনও ধরনের বিপাকে না পড়েন, সেজন্য হল প্রশাসন হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।