ভর্তি কার্যক্রম স্থগিত চট্টগ্রামে ৫ কলেজের
চট্টগ্রাম শিক্ষা বোর্ড শিক্ষার্থী সংকট, নিয়মিত অধ্যক্ষ না থাকাসহ নানা কারণে চারটি কলেজের ভর্তি কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া স্বাধীনতাবিরোধী ব্যক্তির নামে প্রতিষ্ঠানের নাম থাকায় আরও একটি কলেজের পাঠদানের অনুমতি বাতিল হওয়ায় সেটিরও ভর্তি কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বোর্ড কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করে।
ভর্তি স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- চট্টগ্রাম নগরের জামালখান এলাকার মেট্রোপলিটন কমার্স কলেজ, চকবাজার এলাকার ল্যাবরেটরি কলেজ, কোতোয়ালি এলাকার সিটি পাবলিক কলেজ এবং আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম সিটি বিজ্ঞান কলেজ। এ ছাড়া হাটহাজারী উপজেলার ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজটি স্বাধীনতাবিরোধী ব্যক্তির নামে পরিচালিত হওয়ায় সেটিও পাঠদান অনুমতি বাতিল করা হয়। এতে কলেজটির ভর্তি কার্যক্রমও স্থগিত হয়ে যায়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে প্রতিষ্ঠানটির পাঠদানের অনুমতি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থী কমছে আলিয়া মাদ্রাসায়
শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বলেন, শিক্ষার্থী না থাকা, শিক্ষক সংকট, নিয়মিত অধ্যক্ষ না থাকাসহ বিভিন্ন কারণে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২-২৩ সেশনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কলেজগুলো এবার একাদশ শ্রেণিতে কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।
বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভর্তি কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া প্রতিষ্ঠানগুলোর কোনোটিতে শিক্ষার্থীর সংখ্যা এক থেকে দু'জন। আবার কোনোটিতে নেই একজনও শিক্ষার্থী। নেই নিয়মিত অধ্যক্ষও। নিয়মিত শিক্ষকের সংখ্যাও হাতেগোনা। নানা অনিয়মের সঙ্গেও জড়িত এসব প্রতিষ্ঠান। এ পরিস্থিতিতেই দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিলেন তাঁরা।