গুচ্ছের মাইগ্রেশন চালু রাখতে ইবির উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি
গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় ভর্তিতে মাইগ্রেশন চালু রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া (ইবির) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, গুচ্ছ ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্তে তারা ভালো স্কোর নিয়ে ভালো সাবজেক্ট এ পড়ার সুযোগ পাবে না পাওয়া ও পছন্দমতো আবদনের সুযোগ পেলেও এক জায়গায় ভর্তি থাকায় তা পরিবর্তনের সুযোগ বন্ধ হয়ে যাবে। মাইগ্রেশন চালু করে ও সিট ফাঁকা রেখে ভর্তি প্রক্রিয়া বন্ধ না করা দাবিও জানানো হয়েছে ওই স্মারকলিপিতে।
আরও পড়ুন: 'সবই যখন আলাদা, তাহলে গুচ্ছের আর কি দরকার?'
প্রসঙ্গত, গত ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।