২০ ডিসেম্বর ২০২২, ১১:০৪

খুবি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিচ্ছে শাহনওয়াজ আলী ফাউন্ডেশন

খুবি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিচ্ছে শাহনওয়াজ আলী ফাউন্ডেশন   © টিডিসি ফটো

শিক্ষা ও গবেষণামূলক সেবার আদর্শ নিয়ে নবগঠিত ‘শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন’ খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী, অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রথমবারে একজন শিক্ষার্থীর মাস্টার্স প্রোগ্রামে শিক্ষা সম্পন্ন করায়  আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

সোমবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন উক্ত ফাউন্ডেশন প্রদত্ত আর্থিক সহায়তার চেক সংশ্লিষ্ট শিক্ষার্থীর হাতে তুলে দেন। 

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা ১৭ মার্চ!

এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. শাহনওয়াজ আলী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শেখ সাইদুর রহমান, সদস্য গাজী আলাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জানান, সম্পূর্ণ অরাজনৈতিক এই ফাউন্ডেশন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী, অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদানে আগ্রহী। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও তারা এ ধরনের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক বা ট্রাস্ট চালু করার পরামর্শও দেন তিনি।