১৬ ডিসেম্বর ২০২২, ১৯:২০

নজরুল বিশ্ববিদ্যালয়ে বুক রিভিউ প্রতিযোগিতা

বুক রিভিউ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের 'ইংক' ক্লাব কর্তৃক সাহিত্য আড্ডা ও বুক রিভিউ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিলো "Dwell in Possibility"

বৃহস্পতিবার ইংরেজি বিভাগের করিডোরে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আয়োজনটি। ২টি সেশনের অনুষ্ঠানে প্রথমে পুরস্কার বিতরণী এবং দ্বিতীয় সেশনে ছিল সাহিত্য আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

আরও পড়ুন: পড়াশোনার বিকল্প কিছুই নেই, ফেসবুক ব্যবহার কমাতে হবে

ইংক এর আয়োজনে সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. ইমদাদুল হুদা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ঔপন্যাসিক রফিকুল রশিদ, গায়ক কৌশিক মজুমদার এবং সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ শাকিল হাসমী। 

বুক রিভিউ প্রতিযোগিতায় ফোকলোর বিভাগের মেজবাহ উদ্দিন ফাহিম এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তাজরী রাহাত বিজয়ী হন।