অনেকে যুদ্ধাপরাধীদের সঙ্গে রাজনীতি করছে: শহীদ বুদ্ধিজীবী কন্যা নুজহাত

  © টিডিসি ফটো

রাজাকার-যুদ্ধাপরাধীদের সাথে যারা রাজনীতি করে তারা এদেশের মাটিতে কোন ধরনের পদে আসতে পারবে না। কিভাবে এদেশে জামায়াত-শিবির রাজনীতি করে? যাদের হাতে আমাদের পিতার রক্ত তারা নামে বেনামে এখন দল খুলছে। সাপ কি খোলস বদলালেই পাল্টে যায়? দেশের অনেক মানুষ সেই যুদ্ধাপরাধীদের সাথে রাজনীতি করছে।  

আজ বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় মূল বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এসব কথা বলেন শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী এর কন্যা ডা. নুজহাত চৌধুরী। 

ডা. নুজহাত আরও বলেন,  আমরা এমনো দেখেছি শহীদ বুদ্ধিজীবীদের অবদানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কেন শহীদদের সংখ্যাকে প্রশ্ন বিদ্ধ করা হয়? খালেদা জিয়া নিজে একটি বক্তব্য শহীদদের সংখ্যাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ধরনের নির্লজ্জ রাজনীতির বিরুদ্ধে দাঁড়াবেন। জয় বাংলা আমাদের সবার স্লোগান। বাঙ্গালীর স্লোগান। অনেকে এই স্লোগানকেও মানতে চায় না।এদেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কোন রাজনীতি হতে পারে না। 

এসময় শহীদ পিতার স্মৃতি চারণ করতে গিয়ে কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, পিতার হত্যাকারীকে মন্ত্রীপদে দেখতে আপনার কেমন লাগবে? যে পতাকার জন্য আমাদের পিতারা জীবন দিয়েছেন, সেই পিতার হত্যাকারী নিজামী-মুজাহিদদের গাড়িতেই পতাকা তুলে দিয়েছে খালেদা জিয়া। আমার মা কোর্টে দাঁড়িয়ে নিজামীর দিকে তাকিয়ে বলেছিল আমার স্বামীর খুনি আপনি। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। 

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলেই আজকে আমরা সঠিক ইতিহাস জানতে পারছি। মুক্তিযোদ্ধা বিরোধীদের বিচার এদেশের মাটিতেই হবে।

এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়া সকালে রায়েরবাজার বোদ্ধভূমিতে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধানিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে নাট্যকলা বিভাগের উদ্যোগে "স্যার একটু বাইরে আসবেন "- " স্টপ জেনোসাইড " নাটক প্রদর্শিত হয়।


সর্বশেষ সংবাদ