জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাসপিয়া, সম্পাদক রানা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের ২০২২-২৩ বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের রানা ইসলাম দায়িত্ব পেয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মোঃ. মহিউদ্দিন ও সহকারী অধ্যাপক মোঃ. শফিকুল ইসলাম কমিটির অনুমোদন দেন।
কমিটিতে অন্যান্য পদে মধ্যে সহ সভাপতি পদে মোঃ তাহসিন ফাহাদ, মোঃ. আতিকুর রহমান, মোঃ শাহরিয়ার কবির রিশাত, আফরিদা তাবাসসুম, কোষাধ্যক্ষ পদে সাফকাতুল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার চৌধুরী বর্ণীয়, সাফায়েত আরদিত নাবিল ও মোঃ. নাইমুল হাসান সুপ্ত দায়িত্ব পেয়েছেন।
আরও পড়ুন: ৫ ডিসেম্বর শুরু ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা
সভাপতি তাসপিয়া ইসলাম বলেন, ক্ষুদ্র পরিসরের বিশ্ববিদ্যালয় জীবনে ক্যরিয়ার ক্লাবে সংযুক্ত থাকতে পারাটি অসাধারণ এক অভিজ্ঞতা। ২০১১ সালে যাত্রা শুরু করা জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কাজ করছে শিক্ষার্থীদের প্রফেশনাল জীবনের দক্ষতা তৈরি করতে। প্রফেশনাল জীবন শুরু থেকে শিক্ষার্থীদের সচেতন এবং আত্মবিশ্বাসী করতে প্রতিবছর জেএনইউসিসি আয়োজন করছে সেমিনার, কেইস কম্পিটিশন, ক্রিয়েটিভিটি কম্পিটিশন, আইডিয়া কম্পিটিশন ইত্যাদি। এই ধারাবাহিকতায় ক্লাবের প্রতিটি সদস্যের উন্নয়ন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের নতুন কমিটির মূল লক্ষ্য।’