ডিজিটাল বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে বিডিইউ: উপাচার্য
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। গত রোববার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে ওইদিন সকাল ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে বিডিইউতে ভিসি হিসেবে যোগ দেন অধ্যাপক মাহফুজুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
আরও পড়ুন: বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় বিডিইউ উপাচার্য
এ সময় ভিসি মাহফুজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যা ডিজিটাল বাংলাদেশ ও চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে জনবল তৈরিসহ অগ্রণী ভূমিকা পালনের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে।
গত ১৬ নভেম্বর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই অধ্যাপককে ৪ বছরের জন্য বিডিইউর ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মাহফুজুল ইসলাম ১৯৭৩ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি কম্পিউটার প্রকৌশলী ও শিক্ষাবিদ। এর আগে তিনি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।