ঢাবিকে হারিয়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইবি
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ এর হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
রবিবার (১৩ নভেম্বর) বেলা ৩ টায় রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩১-২২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী বিশ্ববিদ্যালয়। বিচারকদের বিবেচনায় ইবি দলের ইমন ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
ফাইনাল খেলা শেষে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন (এমপি) উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী দল ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুন: এবারও ‘স্ক্রিন সমাবর্তনে’ সাত কলেজের গ্র্যাজুয়েটরা
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, গেস্ট অব অনার হিসেবে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান শফিউল ইসলাম (মহিউদ্দিন) এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর উপস্থিত ছিলেন।
মুজিববর্ষ ও বাংলদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ১২৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হয়েছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।