সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে গাছের সাথে বাসের ধাক্কায় আহত হয়ে ইন্তেকাল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তিনি ঢাকার কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১২.৩০ মিনিটে মৃত্যু বরণ করেন ৷
নিহত শিক্ষার্থীর নাম ইসমাইল ইমন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ৷
জানা যায়, ইমন শনিবার (৫ নভেম্বর) রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন। এ সময় ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে আসার পর সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় ৷
আরও পড়ুন: বুয়েট ক্যাম্পাসে ফিরলেন ফারদিন, তবে লাশ হয়ে
সহপাঠী সূত্রে জানা যায়, মাথা ও নাকে গুরুতর জখম হয়েছিলেন তিনি ৷ রবিবার পরিচয়ের অভাবে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে তার চিকিৎসার সুযোগ মেলেনি।
এ বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার বলেন, বিশ্বাস করা কঠিন যে আমাদের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল ইমন আর নেই। মার্কেটিং বিভাগের জন্য এটি সবচেয়ে দুঃখজনক মুহূর্ত ৷ বিদেহী আত্মা শান্তি কামনা করছি ৷
এছাড়াও, এক শোক বার্তায় উপাচার্য প্রফেসর ড. মোঃ. ছাদেকুল আরেফিন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।