ইবি ক্যাম্পাসের মুদি দোকান থেকে চুরি
ইসলমী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের জিয়া মোড় সংলগ্ন ‘ভাই ভাই স্টোর’ নামের মুদি দোকান থেকে চুরি হওয়ার অভিযোগ উঠেছে। চুরি হওয়া জিনিসপত্রের মূল্য প্রায় ৫০ হাজার টাকা। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৩ টার দিকে চুরি হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আজ শনিবার অপরাধী ব্যক্তিকে শাস্তি প্রদান ও ভবিষ্যতে চুরির ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তার দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দোকানের মালিক মোমিনুল ইসলাম।
জানা গেছে, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান মোমিনুল। শনিবার সকালে দোকান খুলে দেখেন ক্যাশে থাকা প্রায় ৫ হাজার টাকা নগদ অর্থসহ দোকানের অনেক জিনিসপত্র চুরি হয়েছে। চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে, নগদ ৫ হাজার টাকা, স্প্রিডের কার্টুন, সাবান, লোশন, মোবাইল রিচার্জ কার্ড, বিস্কুট, মধুর বয়াম, ইন্ডিয়ান চকলেট ইত্যাদি জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে দোকানের মালিক। শুক্রবার রাত ৩ টার দিকে চুরি হয়েছে বলে ধারণা দোকান মালিকের।
দোকানের মালিক মোমিনুল ইসলাম বলেন, গতকাল আমার দোকান বন্ধের পরও পাশের দোকান রাত ২ টা পর্যন্ত খোলা ছিল। আনুমানিক রাত ৩ টার দিকে চুরি হয়েছে। চুরির সঙ্গে জড়িত অপরাধী ব্যক্তিকে শাস্তি প্রদান ও ভবিষ্যতে চুরির ঘটনার এড়ানোর জন্য নিরাপত্তার দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম প্রক্টর বলেন, আজকে ঘটনাটি জানতে পেরেছি। দোকানের মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। আগামীকাল রবিবার খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।