এফসিডিএসের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসাববিজ্ঞান
ফেনী সরকারি কলেজের শতবর্ষপূর্তি উপলক্ষে ১ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর আয়োজন করেছে ফেনী সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি (এফসিডিএস)। প্রতিযোগিতায় অনার্স পর্যায়ে ১৫টি ডিপার্টমেন্ট থেকে মোট ৩২ টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হিসাববিজ্ঞান বিভাগ এবং রানার-আপ হয়েছে ইংরেজি বিভাগ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ।
আরও পড়ুন: বিজ্ঞান ও প্রযুক্তিতে ‘নাম সর্বস্ব’ বিশ্ববিদ্যালয় পবিপ্রবি
চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও এফসিডিএসের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর বিমল কান্তি পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ১ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক এবং এফসিডিএসের সিনিয়র মডারেটর মোহাম্মদ মোস্তাক হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মডারেটর মু. মনজরুল হাসান ও মোহাম্মদ তানভীর উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবীব, এফসিডিএস আহবায়ক মোঃ কাওছার হামিদ, সদস্য সচিবসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ১০৮ জন বিতার্কিকের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।