জবির দ্বিতীয় সমাবর্তন মার্চে
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৯:১৪ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২২, ০৯:১৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের মার্চ মাসে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সমাবর্তনের তিন বছর পরে দ্বিতীয় সমাবর্তনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। তবে সমাবর্তনের স্থান ধূপখোলা মাঠ নাকি কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাস হবে তা স্থান দুটো পরিদর্শনের পরে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে । বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির আব্দুল হামিদের অনুমতিক্রমে সমাবর্তনের মাঠ ও তারিখ নির্ধারন করা হবে।
মঙ্গলবার (১ নভেম্বর) ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক অনুষদের ডিন দ্যা ডেইলি ক্যাম্পাস বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ডিগ্রিধারীদের নিয়ে এ সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতকের ফলাফল প্রকাশ হওয়ার সাপেক্ষে তারাও সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে। এ বছরে পিএইচডি ডিগ্রিধারী ৮ জনও সমাবর্তনে অংশগ্রহণ করবে৷
উল্লেখ্য এর আগে ২০২০ সালের ১১ জানুয়ারী প্রথম সমাবর্তনে ১৮ হাজারের অধিক ডিগ্রিধারীদের নিয়ে প্রথমবারের মত সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।