তিতুমীর কলেজের নতুন বর্ষের ক্লাস শুরু কাল
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (৩১ অক্টোবর)। ২৬ অক্টোবর (বুধবার) কলেজের ওয়েবসাইটে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো: মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি তিতুমীর কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে আগামী ৩১ অক্টোবর (সোমবার)।
আরও পড়ুন: ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল
খোঁজ নিয়ে জানা যায়, ঢাবি অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস দুইটি ভিন্ন ভিন্ন দিনে আয়োজন করা হবে।
এর মধ্যে আগামীকাল ৩১ অক্টোবর (সোমবার) মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, পরিসংখ্যান, গণিত, বাংলা, উদ্ভিদবিজ্ঞান, ইতিহাস, ইসলাম শিক্ষা, হিসাববিজ্ঞান, মার্কেটিং ও পদার্থবিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।
অতঃপর আগামী ১ নভেম্বর (মঙ্গলবার) কলেজের সমাজকর্ম, অর্থনীতি, সমাজবিজ্ঞান, প্রাণিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, ফিন্যান্স, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবস্থাপনা, দর্শন এবং ইংরেজি বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।