২৮ অক্টোবর ২০২২, ১০:১২

ডিসিদের সিন্ডিকেটে নিতে হলে আইন সংশোধন দরকার

ডিসিদের সিন্ডিকেটে নিতে হলে আইন সংশোধন দরকার  © টিডিসি ফটো

শিক্ষা মন্ত্রণালয় ডিসিদের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে আনতে চাইলেও বিদ্যমান আইন অনুযায়ী সে সুযোগ নেই বলে মত দিয়েছে ইউজিসি ও উচ্চশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ইউজিসি আইন অনুযায়ী, সিন্ডিকেট সদস্য হবেন অন্তত যুগ্ম সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা। কিন্তু ডিসিরা হলেন উপসচিব পদমর্যাদার। দেশের ৫৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে যুগ্ম সচিব পদমর্যাদার নিচের কাউকে সিন্ডিকেট সদস্য রাখার সুযোগ নেই।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, ৫৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের যে আইন রয়েছে, তাতে যুগ্ম সচিব পদমর্যাদার নিচের কাউকে সিন্ডিকেট সদস্য রাখার সুযোগ নেই। ডিসিরা হলেন উপসচিব পদমর্যাদার। যদি তাঁদের সিন্ডিকেটে যুক্ত করতে হয়, তাহলে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে হবে। এজন্য সংসদে বিশ্ববিদ্যালয়ে আইন সংশোধন করতে হবে। 

দেশে বর্তমানে স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি আর বেসরকারি বিশ্ববিদ্যালয় ১০৯টি। এ ছাড়া মেডিকেল কলেজ আছে ১১০টি। এর মধ্যে সরকারি ৩৭টি ও ৭৩টি বেসরকারি। ডিসি সম্মেলন-২০২২-এ অধিকাংশ জেলা প্রশাসক এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি তথা সিন্ডিকেটে যুক্ত করার দাবি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সম্মেলনে ডিসিরা যুক্তি দেখান বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা নিরসনে কোনো ভূমিকা পালন করতে পারেন না তাঁরা। এ ছাড়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনিয়ম ও দুর্নীতির কথাও সম্মেলনে তুলে ধরেন তাঁরা। এসব তুলে ধরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে যুক্ত করার দাবি জানান।

আরও পড়ুন: ডিসিদের সিন্ডিকেট সদস্য করার পক্ষে না ইউজিসি-উপাচার্যরা 

তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করতে আইন সংশোধন করতে হবে বলে মনে করেন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য ড. হাবিবুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে এবং কারা সিন্ডিকেটে যুক্ত হওয়ার যোগ্য, তা বিশ্ববিদ্যালয়ের আইনে উল্লেখ রয়েছে। সরকার যদি এমন কিছু করতে চায় তাহলে আইন সংশোধন ছাড়া সম্ভব নয়।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা আইন আছে। সেখানে ঠিক করা আছে কারা সিন্ডিকেট সদস্য হতে পারবে। শিক্ষামন্ত্রনালয় ডিসিদের সিন্ডিকেট সদস্য করার জন্য ইউজিসিকে নির্দেশনা দিলেও এখানে ইউজিসিরি কিছু করার নেই। আইন পাস এবং সংশোধন হয় সংসদে এ সিদ্ধান্তটাও সংসদ দেবে।’