১২ অক্টোবর ২০২২, ১৩:০৫

কলকাতায় প্রদর্শিত হবে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নাটক সাইক্লোসিস

মঞ্চায়ন হবে সাইক্লোসিস  © টিডিসি ফটো

বিভাবন থিয়েটার একাডেমির আমন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যালে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের 'সাইক্লোসিস' নাটকের কলাকুশলীরা।

১১ থেকে ১৪ অক্টোবর ২০২২ অনুষ্ঠিতব্য নাট্যোৎসবে প্রদর্শিত হবে ভারত ও বাংলাদেশের ১৮ টি নাটক। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র নাটক 'সাইক্লোসিস'।

আত্মহত্যা প্রতিরোধে নির্মিত নাটকটি আগামী ১৪ অক্টোবর উৎসবের শেষ দিনে দমদমের থিয়েএপেক্স মিলনায়তনে প্রদর্শিত হবে। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক।

আরও পড়ুন: কোটায় প্রধান শিক্ষক হবেন প্রাথমিকের ৬৫ শতাংশ শিক্ষক

নাটকটির নাট্যকার ও নির্দেশক হীরক মুশফিক বলেন, মানুষের মধ্যে ক্রমশ আত্মহত্যা প্রবণতা বাড়ছে যা বর্তমান বিশ্বে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। সময়ের যাতাকলে আত্মকেন্দ্রিক যান্ত্রিক জীবনে এক পশলা প্রশান্তির প্রত্যাশা কখনো কখনো ক্লান্ত করে আমাদের। ক্লান্ত এ জীবনে এক কঠিন সত্যের সামনে দাঁড়িয়ে একটু পেছনে ফিরে দেখার তাগিদ রচনা করে 'সাইক্লোসিস' নাটকটি। জীবনের দোলাচলে হাবুডুবু খাওয়া মানুষের জন্য এ নাটক খুব বেশি প্রাসঙ্গিক। চূড়ান্ত মুহুর্তে জীবনকে নতুন করে সাজানোর প্রেরণা রয়েছে এখানে।

তিনি আরো জানান, দর্শককে সরাসরি সম্পৃক্ত করতে অন্তরঙ্গ নাট্য আঙ্গিকে নির্মাণ করা হয়েছে নাটকটি। অভিনেতা ও দর্শকের সংযোগ তৈরির মাধ্যমে নাট্যঘটনাকে সাধারণভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। 

পাশাপাশি আত্মহনন প্রতিরোধে 'সাইক্লোসিস' নাটকটি সামান্য হলেও ভূমিকা রাখবে বলে জানান নাটকটির কলাকুশলীবৃন্দ। প্রযোজনাটির সার্বিক সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।