ব্রজমোহন কলেজে ‘ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার

সেমিনারে অংশ্গ্রহণকারীরা
সেমিনারে অংশ্গ্রহণকারীরা  © টিডিসি ফটো

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ অর্থনীতি বিভাগ বিতর্ক ক্লাব এর আয়োজনে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ‘ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ মহব্বত হোসেন।  তিনি বলেন, এভাবে মাঝে মাঝে অনুষ্ঠানের আয়োজন করলে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক সেতু বন্ধন রচিত হয় যা শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে সম্পর্কের উন্নয়নে ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ ক্যারিয়ার গঠনে সচেতন থাকার পরামর্শ দেন।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আখতারুজ্জামান খান। তিনি বলেন, একজন শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করে এবং শুধু পুঁথিগত বিদ্যা বড় সোপানে পৌঁছানোর একমাত্র মাধ্যম নয়। বই মুখস্থ করে তা পরীক্ষার খাতায় লিখে ভালো ডিগ্রি অর্জন করা মানেই ক্যারিয়ার গঠন নয়। বরং শিক্ষা জীবনের প্রতি পদক্ষেপে শিক্ষার পাশাপাশি বাহ্যিক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন এবং তা পরবর্তী ক্ষেত্রে প্রয়োগই ক্যারিয়ার গঠনের মূল চাবিকাঠি।

আরও পড়ুন: ফুল-ফ্রিতে স্নাতকোত্তর করুন নরওয়েতে

তিনি আরও বলেন, শিক্ষার্থীকে ছাত্র অবস্থাতেই এ বিষয়ে সচেতন থাকতে হবে এবং শিক্ষার সাথে সাথে ক্যারিয়ার গঠনের দিকে মনোনিবেশ করতে হবে। তাহলেই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্যে পৌঁছানো সহজতর হবে। এমন অনুষ্ঠানের আয়োজন করায় তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না লাল রায়। তিনি বলেন, লক্ষ্য না থাকলে যত ভালো ছাত্রই হোক বা যত ভালো ফলাফলই করুক তা খুব সুফল হয় না যদি না শিক্ষার্থীর নির্দিষ্ট লক্ষ্য থাকে। তাই সফলতা অর্জনে ক্যারিয়ার গঠনে প্রতিটি শিক্ষার্থীর সুনির্দিষ্ট লক্ষ্য থাকা আবশ্যক। আর ক্যারিয়ার গঠন আরও গুরুত্বপূর্ণ বিষয়। হঠাৎ করেই ক্যারিয়ার গঠন করা যায় না এবং এক দুই দিনে ক্যারিয়ার গঠিত হয় না।

প্রফেসর পান্না লাল রায় আরও বলেন, ক্যারিয়ার গঠন করতে হলে শিক্ষা জীবনের শুরু থেকেই লক্ষ্য নিয়ে এগুতে হবে। শিক্ষক, শ্রেণির বড় ভাই-বোন, সহপাঠীসহ জ্ঞানী, বিদ্বান যে কারো কাছ থেকে নিতে হবে যা কিছু নেয়া সম্ভব। তাহলেই একজন শিক্ষার্থী ধীরে ধীরে তার ক্যারিয়ার গঠন করতে পারবে যা পরবর্তীতে পথ চলায় সহজতর হবে। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে অতীব মনোযোগী হওয়ারও পরামর্শও দেন তিনি।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের অনার্স চতুর্ষ বর্ষের শিক্ষার্থী মোঃ নাসির উদ্দিন (নাহিদ)। তিনি সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় এবং বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিথী খানম ও মোঃ হাসিবুর রহমান।


সর্বশেষ সংবাদ