জবিতে পূজার ছুটি শুরু ২ অক্টোবর 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আগামী ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) । বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা, ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আগামী ০২/১০/২০২২ তারিখ রবিবার হতে ০৯/১০/২০২২ তারিখ রবিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস  এবং ০৫/১০/২০২২ তারিখ বুধবার হতে ০৯/১০/২০২২ তারিখ রবিবার পর্যন্ত সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। 

আরও পড়ুন: ফুল-ফ্রিতে স্নাতকোত্তর করুন নরওয়েতে

প্রসঙ্গত,  শুক্রবার এবং শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা এ বছর ছুটি পাচ্ছে মোট  ১০ দিন।


সর্বশেষ সংবাদ