৮ম বর্ষে কুবির সায়েন্স ক্লাব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৮ম বর্ষে পদার্পণ করেছে 'কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব'। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সংগঠনটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আসাদুজ্জামান, সায়েন্স ক্লাবের মডারেটর গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক, ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন শাওন, সাধারণ সম্পাদক এমডি নুরুল মোস্তফাসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
আরও পড়ুনঃ বাঁচানো গেল না এসএসসি পরীক্ষার্থী আলমাসকে
সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে রোবটিক্সের উপর হাতে কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় রোবটিক্স প্রদর্শন করেন পদার্থ বিজ্ঞান বিভাগ ১০ম ব্যাচের শিক্ষার্থী সঞ্জিত মন্ডল।
কর্মশালায় বক্তারা রোবটিক্সের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন এবং হাতে কলমে রোবটিক্সের মৌলিক বিষয়গুলো দেখান। দুপুর আড়াইটায় সংগঠনটির নতুন সদস্যদের নবীন বরণ ও আগের কমিটির বিদায় অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়েরে ট্রেজারার অধ্যাপক ড. মো আসাদুজ্জামান বলেন, 'আজকের রোবটিক্স কর্মশালায় আপনারা খুঁজে পাবেন রসায়ন, পদার্থ, গণিতসহ সকল বিষয়ের সমন্বিত জ্ঞানের ব্যবহার। আমাদের সমাজে বিশ্ববিদ্যালয়সহ পরিবেশে রয়েছে নানান ধরনের সমস্যা, গুনগত মান পরিবর্তনের জন্য আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তবে এটি এককভাবে নয়, এজন্য শিক্ষার্থীদের ব্যতিক্রম চিন্তাভাবনা থেকে এগিয়ে আসতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আমাদের পদচারণার মধ্যে আমরা যেন আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের মধ্যদিয়ে ভবিষ্যৎ প্রজন্মকেও একটি নিরাপদ স্থানে পৌঁছাতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে। তাছাড়া আমাদের প্রতিটি পদে পদে রয়েছে বিজ্ঞানের অপরিসীম প্রয়োজনীয়তা, তাই আমাদের বিজ্ঞানকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে।'
উল্লেখ্য, কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর। বিজ্ঞান আড্ডা, স্কুলে স্কুলে বিজ্ঞান জনপ্রিয়করণ, পাঠচক্র, চলচ্চিত্র প্রদর্শনীসহ বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি সাত বছর পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করেছে। বিজ্ঞানকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে অবিরাম কাজ করে যাচ্ছে সংগঠনটির বিজ্ঞানপ্রেমী সদস্যরা।