সিলেটে বন্যা পরিস্থিতিতে কি পেছাতে ৪৪তম বিসিএসের প্রিলি?

বালাদেশ সরকারি কর্ম কমিশন
বালাদেশ সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ মে, শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা হবে কি না- এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা চলছে। তবে পরীক্ষা আগের তারিখেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বালাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা।

তিনি জানিয়েছেন, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ মে, শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে- আজ শনিবার পর্যন্ত এমন সিদ্ধান্ত রয়েছে পিএসসির। পিএসসি এখনো আগের সিন্ধান্তেই রয়েছে। আজ শনিবার অফিস বন্ধ। অফিস খোলার পর এনিয়ে আরো তথ্য জানা যাবে।

এর আগে পিএসসির পক্ষ থেকে জানানো হয়, দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের ২৭ মে, শুক্রবার অনুষ্ঠিত হতে পারে।

প্রসঙ্গত, এবারে ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ৪৮৫ জন নিয়োগ দেওয়া হবে প্রফেশনাল ক্যাডারে। এরপরই রয়েছে জেনারেল ক্যাডার। এই ক্যাডারে নিয়োগ পাবেন ৪৪৯ জন। এছাড়া শিক্ষা ৪০১, বিএড ক্যাডারে ২০ এবং কারিগরি ক্যাডারে ৩৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

 

 


সর্বশেষ সংবাদ