পিএসসিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

  © টিডিসি ফটো

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে (পিএসসি) “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস” পালন করা হয়। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠানের শুরুতে কমিশন চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর লাল সবুজ বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। কমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিকে, বাংলাদেশ জাতিরাষ্ট্রের প্রধান স্থপতি ও মহান নেতার জন্মদিন উপলক্ষ্যে কমিশন ভবন ও চত্বরে আলোকসজ্জা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ