৪৪তম বিসিএসের প্রিলি ২৭ মে
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামী বছরের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (৩০ নভেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪৪তম বিসিএসের আবেদনগ্রহণ শুরু হবে। ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ৩১ জানুয়ারির পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর কারো আবেদন ফি গ্রহণযোগ্য হবে না।
এদিকে ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৮৫ জন নিয়োগ দেওয়া হবে প্রফেশনাল ক্যাডারে। এরপরই রয়েছে জেনারেল ক্যাডার। এই ক্যাডারে নিয়োগ পাবেন ৪৪৯ জন। এছাড়া শিক্ষা ৪০১, বিএড ক্যাডারে ২০ এবং কারিগরি ক্যাডারে ৩৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করু