শিগগির ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি
শিগগির ৪৪তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিসিএসের জন্য লোকবলের চাহিদার পাওয়া মাত্রই সরকারি কর্ম কমিশন (পিএসসি) তা প্রকাশ করবে বলে জানা গেছে। তবে এই বিসিএসে বয়স শিথিল করা হবে কিনা সেটি সরকারের উপর নির্ভর করছে।
কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন আজ রবিবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেন, এই বিসিএসের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়েছে। এখন শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে লোকবলের চাহিদার জন্য অপেক্ষা করছি। চাহিদাপত্র পেলেই ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হবে।
করোনার কারণে এই বিসিএসে বয়স শিথিল করা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকার যদি চায় তাহলে বয়স শিথিল করতে পারে আমরা শুধু বিধি মোতাবেক নিয়োগের সুপারিশ করতে পারি। এর বাইরে কিছু করার সুযোগ নেই।
এর আগে ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৯ অক্টোবর এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।