১৫ নভেম্বর ২০২১, ১৬:১৪

৪১তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু ২৯ নভেম্বর, রুটিন প্রকাশ

৪১তম বিসিএস লিখিত পরীক্ষা  © ফাইল ফটো

আগামী ২৯ নভেম্বর থেকে ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হবে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে এই পরীক্ষা।

আজ সোমবার (১৫ নভেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়। একইসঙ্গে পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

গত ১ আগস্ট ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

এর আগে গত ১৯ মার্চ দেশের আট বিভাগের কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেনি ৯৯ হাজার ৬০৬ জন। 

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে ৪ ঘন্টাব্যাপী ইংরেজি বিষয়ের ২০০ নম্বরের, ৩০ নভেম্বর ৪ ঘন্টাব্যাপী বাংলাদেশ বিষয়বলির ২০০ নম্বরের, ১ ডিসেম্বর ৩ ঘন্টাব্যাপী আর্ন্তজাতিক বিষয়বলির ১০০ নম্বরের, ২ ডিসেম্বর ৩ ঘন্টাব্যাপী সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির ১০০ নম্বরের, ৪ ডিসেম্বর ৪ ঘন্টাব্যাপী বাংলার ২০০ নম্বরের উভয় ক্যাডারের জন্য, তবে পেশাগত ও কারিগরির জন্য ৩ ঘন্টাব্যাপী বাংলার ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৬ ডিসেম্বর ২ ঘন্টাব্যাপী গণিতিক যুক্তির ৫০ নম্বরের এবং ৭ ডিসেম্বর ১ ঘন্টাব্যাপী মানসিক দক্ষতার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষাও সকাল ১০টা থেকে শুরু হবে।

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন দেখুন এখানে