১৯ অক্টোবর ২০২১, ১৩:১৮
পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছরের জেল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাধীন বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির আওতায় আনতে একটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রশ্ন ফাঁস করলে সর্বোচ্চ ১০ বছর জেলের বিধান রেখে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১’- এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। তিনি জানান, খসড়া আইন অনুযায়ী প্রশ্নফাঁসে জড়িতরা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সর্বনিম্ন ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

ক্যান্টনমেন্ট বসে ভারতের পরিকল্পনায় নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ড. ইউনূসের বক্তব্য, প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

এমসি কলেজে প্রথমবারের মতো ছাত্রশিবিরের গণ ইফতার

আ.লীগ নিষিদ্ধ ইস্যুতে ড. ইউনূসকে বার্তা দিয়ে স্ট্যাটাস হাসনাত আবদুল্লাহর
