বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করল পিএসসি
বর্তামান তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে কাঙ্খিত চাকরির নাম বিসিএস। আর বিসিএস ক্যাডার হতে হলে কীভাবে এবং কোন কোন বিষয়ে পড়ালেখা করতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিসিএসের নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে।
গত ২৬ আগস্ট পিএসসি’র ওয়েবসাইটে হালনাগাদকৃত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এবারের হালনাগাদকৃত সিলেবাসে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ বিষয়বলির ২০০ নম্বরের পরীক্ষায় মুক্তিযুদ্ধ এবং এর পটভূমি অংশের জন্য আলাদাভাবে ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
মোট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা প্রথম পত্র (১০০), বাংলা দ্বিতীয় পত্র (১০০), ইংরেজি (২০০), বাংলাদেশ বিষয়াবলি (২০০), আন্তর্জাতিক বিষয়াবলি (১০০), গাণিতিক যুক্তি (৫০), মানসিক দক্ষতা (৫০), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ নম্বর।
সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন