নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল নিয়ে যা বলছে পিএসসি

নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল নিয়ে যা বলছে পিএসসি
নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল নিয়ে যা বলছে পিএসসি  © ফাইল ফটো

সরকারী কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৮ হাজার ৫৩৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার খাতা দেখার কাজ চলমান রয়েছে। খাতা মূল্যায়ন শেষে দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, দেশে কয়েকদফা লকডাউনের ফলে নার্স নিয়োগের লিখিত পরীক্ষার খাতা দেখার কাজ পিছিয়ে গেছে। তবে যেহেতু এরা ফ্রন্টলাইনার, সেজন্য তাদের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। লিখিত পরীক্ষার খাতা দেখার কাজ চলছে। খাতা দেখা শেষ হলে আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করব।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। গত ১১ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ১৫ হাজার ২২৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত বছরের ১ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২ হাজার ৫০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি৷ এর পর করোনা পরিস্থিতি খারাপ হলে বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের মধ্যে থেকে ৪ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত হয়। এর পর করোনা পরিস্থিতি আরও নাজুক হলে সম্প্রতি আরও বেশি নিয়োগের তাগিদ দেয়া হয়। এরই অংশ হিসেবে লিখিত পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীদের মধ্য থেকে ৮ হাজার ৫৩৪ জনকে নিয়োগে সুপারিশ করবে পিএসসি।


সর্বশেষ সংবাদ