শুধু মৌখিক পরীক্ষায় ৪৪তম বিসিএস, গেজেট প্রকাশ
শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪৪তম বিশেষ বিসিএস আয়োজন করতে যাচ্ছে সরকার। এই বিসিএসের মাধ্যমে ৪০৯ জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিওলজি) নিয়োগ দেয়া হবে।
নিয়োগের জন্য 'বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১' সংশোধন করা হয়েছে। গত ২৮ জুন এটি গেজেট আকারে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাথে আলোচনা করেই এই সংশোধনী করা হয়েছে। এককালীন নিয়োগের জন্য এই সংশোধনী করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এটি বিলুপ্ত হয়ে যাবে।
সূত্র জানায়, নিয়োগ বিধিমালায় 'জরুরি পরিস্থিতিতে জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিওলজি) নিয়োগ' শিরোনামে ১৬ নম্বর বিধি যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার করোনাকালীন বিশেষ পরিস্থি মোকাবিলায় হাসপাতালগুলোতে জুনিয়র কনসালটেন্ট নিয়োগ দেবে। পিএসসির মাধ্যমে কেবলমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।