৫৯ দেশের জনসংখ্যাকে ছাড়াল ৪৩তম বিসিএস আবেদন
বুধবার (৩০ জুন) সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে ৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা। এই বিসিএস আবেদনে নতুন রেকর্ড না হলেও ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি আবেদন জমা পড়েছে। আর তাতেই আবেদন সংখ্যা পেছনে ফেলেছে ৫৯ দেশের জনসংখ্যাকে।
সরকারী কর্ম কমিশন সূত্রে জানা গেছে, বিসিএসের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল ৪১তম বিসিএসে। ওই বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৭৫ হাজারের বেশি প্রার্থী। ৪৩ তম বিসিএস এখন দ্বিতীয় সর্বোচ্চ অবস্থায় আছে। আবেদনের সংখ্যায় তৃতী অবস্থানে রয়েছে ৪০তম বিসিএস। এই বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার জন।
পিএসসি বলছে, আমরা ধারণা করেছিলাম ৪৩তম বিসিএস আবেদন পূর্বের সব রেকর্ড ছাড়িতে যাবে। তবে সেটি হয়নি৷ এর কারণ হিসেবে তারা বলছেন, করোনাকালীন সময়ে অনেক শিক্ষার্থীর স্নাতক ফাইনাল পরীক্ষা না হওয়ায় তারা আবেদন করতে পারেন নি। এই কারণে এবার আবেদন সংখ্যা কিছুটা কম।
এদিকে জনসংখ্যার হিসেব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ২৩৫টি দেশের মধ্যে ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জনের কম জনসংখ্যার দেশ রয়েছে ৫৯টি। বাকি দেশগুলোর জংখ্যা এর চেয়ে বেশি।
৪৩তম বিসিএস আবেদন সংখ্যার চেয়ে কম জনসংখ্যার দেশগুলোর মধ্যে ব্রুনাই, বাহামাস, আইসল্যান্ড, বার্বাডোজ, সেন্ট লুসিয়া, গ্রেনাডা, সেন্ট মার্টিন অন্যতম