১৭ মার্চ ২০২০, ১১:৩২

কোটাধারী না হয়েও কোটায় আবেদন, ১৭ জনকে পিএসসির নোটিশ

  © ফাইল ফটো

কোটাধারী না হয়েও ৪১তম বিসিএসে কোটায় আবেদন করেছিলেন ১৭জন। তবে তারা ভুল স্বীকার করে সংশোধনের আবেদন করায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়ে নোটিশ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএসে ১৭জন সাধারণ প্রার্থী নির্ধারিত ৭০০ টাকা জমা না দিয়ে নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী কোটার প্রার্থীদের জন্য নির্ধারিত ১০০ টাকা ফি জমা দিয়েছেন।

ওই ১৭জন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে তাদেরকে অবশিষ্ট ৬০০ টাকা ফি জমা দেয়ার শর্তে সাময়িকভাবে যোগ্য করেছে পিএসসি। সে অনুযায়ী আগামী ২৯ মার্চের মধ্যে তাদেরকে ট্রেজারি চালানের মাধ্যমে ১-০৮০১-০০০১-২০৩১ কোড নম্বরে সচিব, পিএসসি সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা- বরাবর ৬০০ টাকা ফি েদিতে হবে।

এতে আরও বলা হয়েছে, জমাকৃত ফি এর ট্রেজারি চালানের মূল কপি ৩০ মার্চের মধ্যে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) এর প্রধান কার্যালয়ে জমা দিতে হবে। এরমধ্যে ট্রেজারি চালানের মূল কপি জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।