আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর যাত্রা
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএসের প্রিলিমিনিারি পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ হয়ে যাওয়ায় পরীক্ষা অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। এর মধ্যে দিয়ে শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর যাত্রা। দেশের ৫৪ বছরের ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে।
গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসের এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষার শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে বলে এতে বলা হয়। বিসিএসে অংশ নিতে প্রার্থীরা গত ৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করেন। গত ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ ছিল। জানা গেছে, এ বিসিএসে অংশগ্রহণের জন্য প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছেন।