২৬ নভেম্বর ২০২৫, ১৩:০০

৪৯তম বিসিএসে ক্যাডার পদে তিন প্রার্থীর মনোনয়ন স্থগিত

পিএসসি  © সংগৃহীত

৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মনোনীত তিন প্রার্থীর পদ স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) পিএসসির  পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সাময়িকভাবে মনোনীত ০৩ (তিন) জন [রেজি: নম্বর- ১২০২৭১৩০, মনোনয়নকৃত পদ- প্রভাষক (ইংরেজি), রেজি: নম্বর- ১৫৬০৩৭০৫, মনোনয়নকৃত পদ- প্রভাষক (সমাজ কল্যাণ), রেজি: নম্বর-১২০০৩৩১৪, মনোনয়নকৃত পদ- প্রভাষক (ইংরেজি)] প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হলো।

এতে আরও বলা হয়, স্থগিতকৃত তিন জন প্রার্থীকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্নাতক (সম্মান) পাসের মূল/ সাময়িক সনদ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।