০৯ নভেম্বর ২০২৫, ১৩:০৭
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে অবস্থান
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা। রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রধান ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।
চাকরিপ্রার্থীরা জানান, অন্যান্য বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য প্রার্থীরা পর্যাপ্ত সময় পেয়েছেন। কিন্তু ৪৭তম বিসিএসের ক্ষেত্রে খুবই সীমিত সময় দেওয়ায় সিলেবাস শেষ করা সম্ভব হয়নি।
বিক্ষোভকারীদের দাবি, লিখিত পরীক্ষার তারিখ পেছানো উচিত যাতে তারা যথেষ্ট সময় নিয়ে প্রস্তুতি নিতে পারেন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলেছেন তারা।