২১ অক্টোবর ২০২৫, ২০:১৮

চলতি বছরেই নিয়োগ কার্যক্রম সম্পন্নসহ ৩ দফা দাবি ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের

৪৪তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মানববন্ধন  © সংগৃহীত

ফলাফল প্রকাশের চার মাসেও নিয়োগ না হওয়ায় দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন করেছেন ৪৪তম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে না পাঠিয়ে সুপারিশপ্রাপ্তদের ফাইল আটকে রাখার যুক্তিসঙ্গত ব্যাখ্যাও দাবি করেছেন তারা।

সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বলেন, ফলাফল প্রকাশের প্রায় চার মাস পেরিয়ে গেছে। প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে এক হাজার ৬৯০ প্রার্থী নিদারুণ মানসিক চাপ নিয়ে দিনাতিপাত করছেন। তাদের মানবিক দিকটি সরকারকে বিবেচনায় নিতে হবে। রিপিট ক্যাডারদের সম্মতির ভিত্তিতে বাদ দিয়ে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা উচিত বলে মনে করেন তারা।

এ সময় মানববন্ধনকারী প্রার্থীরা ৩ দফা দাবিও উপস্থাপন করেন। এগুলো হল- গেজেট কার্যক্রম শুরু করার লক্ষ্যে অনতিবিলম্বে পিএসসি কর্তৃক ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফাইল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা, ফলাফল প্রকাশের পর প্রায় ৪ মাস অতিক্রান্ত হলেও পিএসসি কেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ না করে আটকে রেখেছে তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া এবং নিয়োগ কার্যক্রম ও চলমান বিসিএসের নিয়োগ কার্যক্রমের সঙ্গে ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে চলতি বছরেই ৪৪তম বিসিএস নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ৩০ জুন এক হাজার ৬৯০ প্রার্থীকে সুপারিশ করা হয়।