নির্ধারিত সময়েই বিসিএস প্রিলি হবে: পিএসসি চেয়ারম্যান

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ আট বিভীগীয় শহরে দুই ঘন্টা এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। কিন্তু ঘুর্নিঝড় ফণীর কারণে আর মাত্র কয়েক ঘন্টা পর অনুষ্ঠেয় এ পরীক্ষা হবে কিনা- তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। পিএসসি সেই সংশয় দূর করেছে। জানিয়েছে, নির্ধারিত সময়েই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় অনেক আগেই ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন কোথাও ঘূর্ণিঝড় আঘাত হানবে, এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। তাই প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেয়ার কোনো কারণ নেই। যদি প্রকৃতিক দূর্যোগ বা বড় কোনো প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয় তবে, সে পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল নির্ধারিত সময়ে ৪০ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিসিএস সতর্কতা: প্রিলিমিনারি পরীক্ষায় ইতোমধ্যে মোবাইলসহ সব ধরণের ইলেকট্রিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এগুলো কেউ নিয়ে গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। মোবাইলে এসএমএসের মাধ্যমেও এ ব্যাপারটি জানিয়ে দেওয়া হয়েছে।

পিএসসি জানিয়েছে, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় মোবাইল ফোন, ঘড়িসহ সকল ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস, বইপত্র, ক্যালকুলেটর, গহনা-অলংকার, ক্রেডিট কার্ড- ব্যাংককার্ড, মানিব্যাগ এবং ব্যাগসহ হলে প্রবেশ করা নিষিদ্ধ। এটি অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেক্ট্রনিক ঘড়ি, কমিশন কর্তৃক নিষিদ্ধ করা হয়ছে। সময় জানার জন্য পরীক্ষা কক্ষে পর্যাপ্ত বা প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে। পরীক্ষার হলে প্রার্থীগণ কানে কোনও আবরণ রাখতে পারবেন না। কান খোলা রাখতে হবে।

পরীক্ষা হলে প্রার্থীরা গহনা, অলংকার জাতীয় কিছু ব্যবহার করতে পারবেন না। মানিব্যাগ, ব্যাগ, বইপত্র, ক্রেডিট কার্ড, ব্যাংককার্ড সদৃশ কিছু বহন করা যাবে না।

কোন প্রার্থীর নিকট এসব নিষিদ্ধ জিনিস পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বিসিএস পরীক্ষার বিধিমালার বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে। এছাড়া ভবিষ্যতে কর্ম কমিশন কর্তৃক গৃহীত সকল নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

অতীতের সব রেকর্ড ভেঙে ৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে পিএসসি জানিয়েছে।


সর্বশেষ সংবাদ