এটিইও নিয়োগ পরীক্ষার ফল আজ
সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) (১০ম গ্রেড) নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার প্রকাশ করা হবে। এদিন রাত ৮টার মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের দায়িত্বশীল একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘এটিইও নিয়োগ পরীক্ষার ফল প্রস্তুত। যেকোনো মুহূর্তে ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
গত ১২ সেপ্টেম্বর বেলা ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত (১ ঘণ্টা) এটিইও নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরের ৫১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নেওয়া হবে। সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ২০২৩ সালের ২৬ জুন আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষের আগের দিন ছিল ওই বছরের ৩১ জুলাই। আবেদনের শেষ তারিখের ঠিক এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ আবেদন স্থগিত করা হয়।
পরে ২০২৪ সালে আবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয় ১ জুলাই। আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ২৫ জুলাই। এরপর সেটি বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করা হয়। পরবর্তী সময়ে ফের তা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। প্রায় এক লাখ প্রার্থী এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। আবেদন ফি ছিল ৫০০ টাকা।