৩৯তম বিসিএস’র ফলাফল দিতে আর দেরি নয়: পিএসসি
৩৯ তম বিশেষ বিসিএস কেবল চিকিৎসক নিয়োগের জন্য। গত বছরের ৬ সেপ্টেম্বর ৩৯ তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর গত ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। এখন চূড়ান্ত ফলাফল দেবে পিএসসি। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা দিয়েছেন। কিন্তু অনেকদিন হয়ে গেলেও ফলাফলের দেখা মিলছে না।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে অতিরিক্ত ২২৫০ চিকিৎসক হবে। কিন্তু এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির অপেক্ষায় ৩৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফল দিতে দেরি হচ্ছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির অপেক্ষায় আর বেশি দিন অপেক্ষা করবে না পিএসসি। এ মাসের মধ্যেই ৩৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
জানা যায়, ৩৯তম বিশেষ বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া কথা রয়েছে। এই বিসিএস থেকে যাতে আরও ২২৫০ চিকিৎসক নেওয়া হয় সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। যার অনুলিপি পিএসসিকে দেওয়া হয়। পরে এ বছরের ১৫ এপ্রিল এই বিষয়ে ব্যবস্থা নিতে ১৭ এপ্রিল পর্যন্ত পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়কে সময় দেয় পিএসসি। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো জবাব পিএসসিতে আসেনি।
চিঠির বিষয়ে জানতে চাইলে পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ফলাফলের আগেই যদি আমাদের চিঠির সাড়া দেয় জনপ্রশাসন তাহলেই কেবল এই বিসিএস থেকে বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে। একটি বিসিএসের মাধ্যমে যদি বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া যায় সে জন্য আমরা এ বিষয়ে চিঠি লিখেছি। এই বিসিএসের ফলাফল প্রকাশের পর আর এ পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থীকে স্বাস্থ্য ক্যাডারে শূন্য পদে সুপারিশের সুযোগ থাকবে না।