১৩ আগস্ট ২০২৫, ১৮:১৭

৪৬তম বিসিএস: বাদ আনন্দ মোহন কলেজ, নতুন কেন্দ্র নির্ধারণ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন  © সংগৃহীত

৪৬তম বিসিএসের পদ-সংশ্লিষ্ট বিষয়সমূহের অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ১৪ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় ৪৬তম বিসিএস এর পদ-সংশ্লিষ্ট অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষা পূর্ব নির্ধারিত আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ এর পরিবর্তে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল, ময়মনসিংহ-এ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৪ জুলাই থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে ৩ আগস্ট পর্যন্ত। এ ছাড়া পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।