৪৮তম বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। আগামী ১৭ আগস্ট এ পর্যায়ের ভাইভায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষায় (এমসিকিউ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সহকারী সার্জন পদের ৮৬৪ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পিএসসির প্রধান কার্যালয়ের নেওয়া হবে এ পরীক্ষা।
তৃতীয় পর্যায়ে আগামী ১৭ থেকে ২১ আগস্ট সহকারী সার্জনদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা নেওয়া হবে ৬ থেকে ১০ আগস্ট। এ পর্যায়ে সহকারী ডেন্টাল সার্জন ও সহকারী সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর দ্বিতীয় পর্যায়ে সহকারী সার্জনদের সাক্ষাৎকার নেওয়া হবে ১১ থেকে ১৪ আগস্ট।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা জেনে নিন
এর আগে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন। আর সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন। সাক্ষাৎকারের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।