৪৮তম বিসিএসে ৩২ ঊর্ধ্বদের সুযোগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের, পরীক্ষা পেছাবে কি?
৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় বসার সুযোগ দিতে পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ রিট আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।
বুধবার (৯ জুলাই) এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী জানিয়েছেন, রিটকারীদের পরীক্ষায় বসানোর জন্য বলেছেন আদালত। একই সঙ্গে রুলও জারি করেছেন।
এদিকে হাইকোর্টের এমন নির্দেশনার কারণে ৪৮তম বিশেষ বিসিএসের পরীক্ষা পেছাবে কি না এমন প্রশ্ন আবেদনকারীদের মুখে মুখে। বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে পিএসসির একাধিক কর্মকর্তার সঙ্গে। তারা জানিয়েছেন, রায়ের কপি পাওয়ার বিষয়টি নিয়ে পিএসসির আইন কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, ‘৩২ বছরের ওপরে বলতে কত বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। ৩২ বছরের ওপরে বলতে ৭২ বছরও বোঝায়। ফলে আইন কর্মকর্তা কিংবা কমিশনের সঙ্গে সভা না করে পরীক্ষা পেছানো নিয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।’
ওই কর্মকর্তা আরও জানান, ‘হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। আমরা যদি রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ আনতে পারি, তাহলে পরীক্ষা পেছানোর প্রয়োজন হবে না। এ ছাড়া চাকরিতে প্রবেশের বয়সের ক্ষেত্রে সরকারের একটা নির্দেশনা রয়েছে। আমরা সেটি অনুসরণ করেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম। ফলে সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।’