৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৮ জুলাই

২৫ জুন ২০২৫, ১০:৩২ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৭ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৮৫ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৮ জুলাই থেকে শুরু হচ্ছে। সূচি অনুযায়ী, এ পরীক্ষা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়।  

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর ১০৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করা হয়েছে। এসব প্রার্থীদের মৌখিক পরীক্ষা রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত পিএসসির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক বোর্ডে উপস্থিত থাকতে হবে। প্রথম দফায় ৮, ৯, ১৩ এবং ১৫ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, যে কোনো প্রকার তদবিরকে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নির্ধারিত বিপিএসসি ফরম-১ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত পরীক্ষার দিনে বোর্ডে ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। ফরম ও কাগজপত্র না থাকলে কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

ঝালকাঠিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামের ৩ থানায় ওসিতে রদবদল: নতুন দায়িত্বে যারা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিসিবির ওপর সাকিবের দায় চাপানো নিয়ে মুখ খুললেন পরিচালক মিঠু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজই শেষ হচ্ছে ক্যাভালরির সঙ্গে শমিতের চুক্তি, নতুন গন্তব্য …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জানাজায় খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনাকে দায়ী করে যা বলা হলো …
  • ৩১ ডিসেম্বর ২০২৫