নন-ক্যাডার পদের জন্য পছন্দক্রম আহ্বান জানাল পিএসসি
৪৪তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে ‘নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ অনুসারে ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের পছন্দক্রম আহ্বান করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
সোমবার (২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ৮০.০০.০০০০.২০২.৬৪.০৩৩.২৩-৪৬ নম্বর স্মারকে প্রকাশ করা হয়েছে, যা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকাশিত তালিকা ও নির্দেশনার ভিত্তিতে নন-ক্যাডার পদে চাকরিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে হবে। কমিশন যুক্তিসংগত প্রয়োজন মনে করলে এ বিজ্ঞপ্তিতে সংশোধনী আনার অধিকার সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, ৪৪তম বিসিএস পরীক্ষার প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষার বিভিন্ন ধাপে উত্তীর্ণ অনেক প্রার্থী ক্যাডার পদে না পেলে নন-ক্যাডার পদে আবেদন করার সুযোগ পান। এবারের প্রক্রিয়া ‘নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী পরিচালিত হচ্ছে।