০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮
পিএসসি’র লোগো বানিয়ে জিতে নিন ৫০ হাজার টাকা
বদলে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) লোগো। সৃজনশীল শিল্পীদের কাছ থেকে নতুন লোগো বানানোর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নির্বাচিত সেরা লোগোর জন্য থাকবে ৫০ হাজার টাকার পুরস্কার। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আগামী ৩১ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত লোগো পাঠানো যাবে। এ জন্য আগ্রহী ও সৃজনশীল শিল্পীদের কাছ থেকে লোগো আহ্বান করে বলা হয়েছে, লোগোটি মৌলিক হতে হবে। লোগোটি সর্বোচ্চ ১ মেগাবাইটের মধ্যে JPEG/PNG ফরমেটে তৈরি করতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কপিরাইট আইনের বিধান অনুসরণ করতে হবে। প্রতিযোগিতায় জমা দেওয়া লোগো অন্যত্র ব্যবহার করা যাবে না। চূড়ান্তভাবে বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
বিস্তারিত দেখুন এখানে