আপাতত ২০০ নম্বরে হবে বিসিএসের ভাইভা, নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন কবে?
আপাতত ২০০ নম্বরেই বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা শুরু হবে ৪৭তম বিসিএস থেকে। ফলে ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএসের ভাইভার নম্বর ২০০-ই থাকছে।
পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি’র একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বিসিএসের নম্বর কমানোর প্রস্তাবনা অনুমোদন হলেও ৪৪তম বিসিএস থেকে এটি কার্যকর হবে না। কেননা সরকারের প্রজ্ঞাপনে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে, ‘বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ করা হলো।’
জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম গতকাল বুধবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৭তম বিসিএস থেকে বিসিএসের মৌখিক পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। চলমান তিনটি (৪৪, ৪৫ ও ৪৬তম) বিসিএসের মৌখিক পরীক্ষা আগের নিয়মেই হবে।’
পিএসসি’র অন্য আরেকটি সূত্র জানিয়েছে, পিএসসি’র প্রস্তাবনা সচিব কমিটিতে ওঠার পর সচিবরা আইনি জটিলতা এড়াতে ৪৪, ৪৫, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২০০ নম্বরেই নেওয়ার সিদ্ধান্ত নেন। ৪৭তম বিসিএস থেকে নতুন নিয়মে অর্থাৎ ১০০ নম্বরে মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।
এর আগে গত বুধবার (৪ ডিসেম্বর) প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিসিএসে ভাইবার (মৌখিক পরীক্ষা) নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এটি আমাদের নতুন আইন, ২০২৪-এর আইন।’
জ্যেষ্ঠ সচিব বলেন, আগে মোট পরীক্ষা দিতে হতো ১১০০ নম্বরের। এখন থেকে তা হবে এক হাজার নম্বরের।’