চাকরির বয়স ৩২-এর মধ্যে যতবার ইচ্ছা ততবারই বিসিএস
একজন চাকরিপ্রার্থীর আবেদনের বয়স থাকা পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পিএসসি’র এ প্রস্তাব মেনে নিয়েছে সরকার। ফলে চাকরির বয়স ৩২-এর মধ্যে যতবার ইচ্ছা ততবারই বিসিএসে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন। তিনি বলেন, ‘বিসিএসে চার বারের বেশি অংশগ্রহণ না করার বিষয়টি বিধিমালায় নেই। এটি বাতিল করা হয়েছে। পিএসসি যে প্রস্তাব দিয়েছিল সেটিই বহাল রাখা হয়েছে। অর্থাৎ চাকরির বয়স থাকা পর্যন্ত যতবার ইচ্ছা ততবারই বিসিএস দেওয়া যাবে।’
এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা, এটিকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে বিসিএসে আগে ১১০০ নম্বরের পরীক্ষা হলেও এখন থেকে ১০০০ নম্বরের পরীক্ষা হবে।
সরকারি চাকরিতে প্রবেশের বয়স বেড়ে ৩২ বছর নির্ধারণ করায় বিধিমালা সংশোধন করে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে।
সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত ২৭ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে দেয়।