২৮ নভেম্বর ২০২৪, ১৭:১৮

বিসিএস প্রিলি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র জমা দিয়ে আসতে হবে

সরকারি কর্ম কমিশন (পিএসসি)  © সংগৃহীত

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসি সূত্রে জানা গেছে, আগামী বছরের মে মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। তবে আসছে বিসিএস’র প্রিলি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিয়ে দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রিলিমিনারি টেস্টের MCQ উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনোভাবেই প্রদর্শন করা হবে না এবং এই টেস্টের নম্বর কোন প্রার্থী বা তাঁর প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না

এছাড়া লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে বলা হয়, লিখিত পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিয়ে দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবং উক্ত পরীক্ষার নম্বর বা সংশ্লিষ্ট তথ্য প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না।

বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের ১০ ডিসেম্বর থেকে আবেদন করতে বলা হয়েছে। ৩১ ডিসেম্বর  পর্যন্ত ৪৭তম বিসিএসের আবেদন করা যাবে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৯ম গ্রেডে ৪১ জন, ১০ গ্রেডে ১৫৪ জন এবং ১২তম গ্রেডে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে।